শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১

    0
    3004

    শুরু হলো Sheikh Russel Online Quiz Competition 2021 (শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১)। অংশগ্রহণ করতে পারবে ৮ থেকে ১৮ বছর বয়সের যে কেউ! রেজিস্ট্রেশন চলবে ৩-১১ অক্টোবর ২০২১। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন quiz.sheikhrussel.gov.bd

    Sheikh Russel Quiz Competition 2021

    যারা অংশগ্রহণ করতে পারবে:

    গ্রুপ ক: ৮-১২ বছর
    গ্রুপ খ: ১৩-১৮ বছর

    নিবন্ধন:

    ০৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর, ২০২১, রাত ১২টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে।

    নিয়মাবলি:

    ১. কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
    ২. একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
    ৩. ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
    ৪. প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
    ৫. সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
    ৬. সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
    ৭. কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
    ৮. চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।

    Sheikh Russel Quiz Registration

    শেখ রাসেল অনলাইন কুইজের নিবন্ধন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন –

    গ্রুপ ক: ৮-১২ বছর রেজিস্ট্রেশন

    গ্রুপ খ: ১৩-১৮ বছর রেজিস্ট্রেশন

    Sheikh Russel Online Quiz Result

    শেখ রাসেল অনলাইন কুইজের ফলাফল যথা সময়ে দেয়া হবে।

    Sheikh Russel Quiz Question & Answer

    শেখ রাসেল অনলাইন কুইজের প্রশ্ন ও উত্তর যথা সময়ে দেয়া হবে।

    Reference: https://quiz.sheikhrussel.gov.bd/