ইফতারের দোয়া

0
3115

Iftar Dua – ইফতারের দোয়া হলো সারাদিন সাওম পালন করার পর রোজা ভঙ্গার সময় যেসব দোয়া পড়তে হয়।

ইফতারের দোয়া বাংলা

iftar dua bangla

Bangla Roja Vangar Niyot | বাংলা রোজা ভাঙ্গার দোয়া

রোজা ভাঙ্গার দোয়া আরবী উচ্চারন সহঃ 

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن

ইফতারের নিয়ত বাংলা উচ্চারনঃ

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

Iftar Dua এর বাংলা অর্থঃ

হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

রোজা ভাঙ্গার কারন সমূহ জেনে নিন।

রেফারেন্সঃ বাংলাদেশ প্রতিদিন