Priyo Bongobondhu Digital Quiz- 24/12/2020

0
1013
mujib-quiz

প্রশ্নঃ কে আব্বা ডাকতে চেয়েছিল?

১৯৫২ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে কিছুদিন বাড়িতে অবস্থান করেন শেখ মুজিবুর রহমান। কারাগারে অনশন করায় তিনি কিছুটা দুর্বল ছিলেন, ফলে বাড়িতে বিশ্রাম নেন। একদিন শেখ মুজিবকে খেলার ফাঁকে শেখ হাসিনা ‘আব্বা’ ‘আব্বা’ ডাকছিলেন। এ সময় ভাই-বোনদের একজন শেখ হাসিনাকে বলেন, ‘হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।’ কে আব্বা ডাকতে চেয়েছিল?

উত্তরঃ শেখ মুজিবকে শেখ কামাল আব্বা ডাকতে চেয়েছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের আজকের উত্তর

সুত্রঃ অসমাপ্ত আত্মজীবনী – শেখ মুজিবুর রহমান (Author)