Covid-19 Vaccine Registration Bangladesh

0
9763

The covid-19 Vaccine Registration Website Surukka has been created by the Department of ICT, Department of Information and Communication Technology for digital registration, vaccine cards, consent forms, issuance of vaccine certificates. Citizens need to register online to get the vaccine. The vaccine can then be given according to the appropriate rules. An app is being created through which vaccine activities will be controlled.

How to Registration for Covid Vaccine in Bangladesh?

কিভাবে টিকার জন্য রেজিস্ট্রেশন করবেন?

এসো সবাই www.surokkha.gov.bd লিংকে রেজিস্ট্রেশন করি এবং নির্ধারিত কেন্দ্রে নির্দিষ্ট দিনে ভ্যাকসিন গ্রহণ করে নিজেকে ও দেশকে সুরক্ষিত রাখি।

কোভিড 19 টিকা নিতে যেভাবে নিবন্ধন-

  1. প্রথমে স্মার্ট ফোন অথবা কম্পিউটারে Google.com এ surukka gov bd লিখে সার্চ দিতে হবে। সার্চ অপশন থেকে ১ম টি  সুরক্ষা : কোভিড-১৯ এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে।
  2. ক্লিক করার সাথে সাথে সুরক্ষা নামে একটি পেজ আসবে। এই পেজটিতে ভ্যাকসিনের জন্য নিবন্ধন লেখাটির উপর ক্লিক করলে একটি ফর্ম আসবে, সেইখানে আপনার পরিচয় যাচাই করার জন্য ধরন নির্বাচন করতে হবে। করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য যা যা লাগব- ১. জাতীয় পরিচয়পত্র নম্বর,২. জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী), ৩. আপনার নিজের রোগ সম্পর্কে ধারণা।

কোভিড 19 টিকা নিবন্ধন ফরমে যেসব তর্থ্য লিখতে হবে-

পরিচয় যাচাই

          1. ধরণ নির্বাচন করুন,
          2. উপ-শ্রেণী নির্বাচন করুন (বিশেষ পেশা জীবিদের জন্য),
          3. জাতীয় পরিচয়পত্র নম্বর,
          4. জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)।

নিবন্ধনকারীর তথ্য

          1. নাম (বাংলা) (জাতীয় পরিচয়পত্র নম্বর দিলে অটো চলে আসবে),
          2. নাম (ENGLISH বড় অক্ষরে) (জাতীয় পরিচয়পত্র নম্বর দিলে অটো চলে আসবে),
          3. মোবাইল।

কোন রোগগুলো সম্পর্কে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের জন্য জানাতে হবে?

যেসব দীর্ঘমেয়াদী রোগ / কো-মরবিডিটি সম্পর্কে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের জন্য জানাতে হবে-

          1. উচ্চরক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক আছে/কিনা?
          2. ডায়াবেটিস আছে/কিনা?
          3. কিডনি রোগ আছে/কিনা?
          4. শ্বাসতন্ত্রের রোগ (টিবি, সিওপিডি, এ্যাজমা) আছে/কিনা?
          5. ক্যান্সার আছে/কিনা?
          6. কখনো কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন কিনা:

পেশা ও অন্যান্য

          1. কোভিড-১৯ কাজের সাথে সরাসরি জড়িত কি/না?
          2. পেশা নির্বাচন করতে হবে।

বর্তমান ঠিকানা (যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক)

          1. বিভাগ,
          2. জেলা,
          3. উপজেলা/সিটি কর্পোরেশন,
          4. ইউনিয়ন/পৌরসভা/থানা,
          5. ওয়ার্ড,
          6. গ্রাম/পাড়া/মহল্লা।

যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক

          1. কেন্দ্রের নাম নির্বাচন করুন।

এরপর, “আমি শপথ করিয়া বলিতেছি যে, এই ফরমে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাসমতে সম্পূর্ণ সত্য” বাটনে টিক মার্ক দিয়ে সংরক্ষন করুন অপশনে ক্লিক করতে হবে।

এরপর নতুন একটি পেজ আসবে সেখানে আপনার দেয়া ফোন নাম্বারে ৬ ডিজিটের একটি নাম্বার আসবে, “মোবাইল OTP প্রদান করুন”  জায়গায় সেই নাম্বারটি লিখে Submit বাটনে ক্লিক করুন।

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে

লেখাটি আসলে বুজবেন আপনার করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

অথবা, Covid 19 Vaccine Registration form Download in Bangladesh (কোভিড ১৯ টিকাদান কর্মসূচি ফরম ডউনলোড করুন)।

করোনাভাইরাস ভ্যাকসিক (টিকা) এর নাম কি?

বাংলাদেশে কোভিশিল্ড নামে টিকা দেয়া হচ্ছে যা ভারতের সিরাম ইন্সটিটিউটে তৈরি এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কতৃক উদ্ভাবিত।

Coronavirus Tika Registration Form BD (Unofficial)

বিশেষ ঘোষনঃ পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে কতৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে।

Reference: BBC Bangla ও Surukka সুরক্ষা.গভ.বিডি