Roja Vangar Karon Bangla. সারাদিন আল্লার সন্তুষ্টি অর্জনের জন্য কষ্ট করে রোজা রাখলেন। অথচ অল্প একটু ভুলের কারনে আপনার সাওমটি মাকরূহ হতে পারে। তাই কি কি কারণে রোজা ভেঙে যেতে পারে জেনে নিন।
রোজা ভঙ্গের কারণ
ক্রমিক নং | রোজা ভঙ্গের কারণ |
---|---|
১ | স্বেচ্ছায় যৌনকাজে সম্পৃক্ত হওয়া যেমন – স্ত্রী সহবাস, হস্তমৈথুন, খারাপ কিছু দেখা ও শোনা |
২ | ইচ্ছাকৃত বমি করা |
৩ | ইচ্ছাকৃতভাবে পানাহার বা খাবার খাওয়া |
৪ | খাবার খাওয়া বা পানাহারের বিকল্প কিছু গ্রহন করলে যেমন – ইনজেকশন বা স্যালাইন নিলে, যেগুলো খাদ্যের কাজ করে, শক্তিবর্ধক অথবা খাদ্যের ব্যবস্থা আছে, সেই স্যালাইন যদি কেউ নিয়ে থাকেন, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। |
৫ | মা বোনদের হায়েয ও নিফাসের রক্ত বের হওয়া |
রোজা ভঙ্গ হওয়া ও না হওয়ার কারণ সমূহ
Roja Vangar Karon & Roja Vongo না হওয়ার Karon সমূহঃ
রোজা সম্পর্কে আরো জানতে পারেন- রোজা রাখার নিয়ত, রোজার ক্যালেনডার।
রেফারেন্সঃ
- ntvbd.com
- islamqa.info