Surokkha Coronavirus Vaccine Apps Download & Registration Steps in Bangladesh

0
11513
surokha-apps-download
surokha vaccine apps download

Surokkha is a Digital Registration Platform System for Coronavirus-19 Vaccine in Bangladesh. Surokha Mobile Apps has been Published Under this System. The Name of Bangladesh Coronavirus Vaccine Apps is “Surokkha (সুরক্ষা এ্যাপস)“.

If anyone in the country wants to get the corona vaccine, they must first register with their own information in this app. From where the government will get information about the vaccine recipients, those who will get the vaccine will also be able to know about the next update.

Surokkha Apps Download (সুরক্ষা এ্যাপস ডাউনলোড করুন)

Q: How to download Surokkha apps in Bangladesh?

Ans: Please Download Coronavirus Vaccine Mobile Apps Surokkha from this link www.surokkha.gov.bd.

  • Surokkha apps Download for Android Phone from Play Store- Install Now
  • Surokkha apps Download for iPhone from App Store- Install Now

How to Registration in Surokkha apps for Coronavirus vaccine in BD?

The vaccine is coming to Bangladesh. We have created a digital registration platform called surokkha.gov.bd to send information to the citizens on how to apply, registration, when, and where to take it and to share the information of those who have been vaccinated with the required agencies.

সুরক্ষা এ্যাপসে রেজিস্ট্রেশন করার সময় যা যা লাগবে –

              1. NID (ন্যাশনাল জাতীয় আইডি কার্ড)
              2. সাথে মোবাইন ফোন রাখতে হবে,
              3. ও নিজের সম্পর্কে তর্থ্য।

Surokkha apps vaccine

বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া-

            1. প্রথমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন,
            2. তারপর আপনার টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মুঠোফোনে বার্তা পাবেন,
            3. নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন।

Suraksha App

কারা,  কিভাবে আগে ভ্যাকসিন পাবে? Who will get the Coronavirus Vaccine First in BD?

To get the corona vaccine, you must first register yourself in this app. From where the government will get information about the vaccine recipients, those who will get the vaccine will also be able to know about the next update.

কোন ধাপে কত জন করে কারা পাচ্ছেন করোনার টিকা?

Bangladesh Awami League তাদের ফেসবুক স্টাটাসে জানিয়েছে যে,

মোট টিকা পাবেনঃ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার মানুষ
বাংলাদেশে ৩ পর্যায়ে ৫ ধাপে টিকা বিতরণ করা হবে।

1.  প্রথম পর্যায়ে টিকা পাবেন ১,৭২,৮০,৯৩৯ জন
        1. প্রথম ধাপঃ ৫১,৮৪,২৮২ জন
        2. স্বাস্থ্যসেবা কর্মী এবং স্বাস্থ্যসেবায় যুক্তঃ ১০,৫২,০০০
        3. মুক্তিযোদ্ধাঃ ২,১০,০০০
        4. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা ও অন্যান্য বাহিনীর সদস্যঃ ৯,০৭,৫৩২
        5. সরকারি কর্মকর্তাঃ ৫০,০০০
        6. ফ্রন্টলাইনের সাংবাদিকঃ ৫০,০০০
        7. জনপ্রতিনিধিঃ ১,৭৮,২৯৮
        8. সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মীঃ ১,৫০,০০০
        9. ধর্মীয় নেতাঃ ৫,৪১,০০০
        10. দাফন ও সৎকারে নিয়োজিত কর্মীঃ ৭৫,০০০
        11. ওয়াসা, ডেসা, তিতাস ও ফায়ার সার্ভিসের কর্মীঃ ৪,০০,০০০
        12. সমুদ্র ও বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীঃ ১,৫০,০০০
        13. ব্যাংক কর্মীঃ ১,৯৭,৬২১
        14. রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন রোগীঃ ৬,২৫,০০০
        15. জরুরি ও মহামারি ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীঃ ৭৭,৮০৪
        16. দ্বিতীয় ধাপঃ বয়স ৬০ বা তার বেশি এমন প্রবীণঃ ১,২০,৯৬,৬৫৭
          2. দ্বিতীয় পর্যায়ে টিকা পাবেন ১,৭২,৮০,০০০ জন
        17. ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী নাগরিকঃ ৫৫,৬৬,৭৫৭
        18. কো-মরবিডিটিসহ স্বাস্থ্যঝুঁকিতে থাকা বয়স্কঃ ৩০,২১,৯৩৬
        19. শিক্ষক ও সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীঃ ১৭,৮৮,০৫৩
        20. প্রথম পর্যায়ে বাদ পড়া গণমাধ্যম কর্মীঃ ৫০,০০০
        21. দুর্গম এলাকায় বসবাসকারীঃ ১০,১১,২২৮
        22. আদিবাসী সম্প্রদায়ের সদস্যঃ ১০,০০,০০০
        23. গণপরিবহন কর্মীঃ ৫,০০,০০০
        24. হোটেল, রেস্তোরাঁ এবং ওষুধের দোকানের কর্মীঃ ২,৪২,৯৬৪
        25. গার্মেন্ট শ্রমিকঃ ৩৬,০০,০০০
        26. যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যঃ ১,৫০,০০০
          3. তৃতীয় পর্যায়ে টিকা পাবেন ১০,৩৬,৮৪,০০০ জন
        27. প্রথম ধাপঃ ৩,৪৫,৬১,০০০ জন
        28. দ্বিতীয় ধাপঃ ৬,৯১,২৩,০০০ জন
        29. টিকা পাননি এমন শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীঃ ৬,৬৭,২০৪
        30. প্রসূতি (অনুমোদন সাপেক্ষে)ঃ ৩৮,১৫,২০১
        31. অন্যান্য সরকারি কর্মচারীঃ ১২,১৭,০৬২
        32. অন্য আইন প্রয়োগকারী কর্মীঃ ৪৩,০০,০০০
        33. অন্য সিটি করপোরেশন ও পৌরসভার কর্মীঃ ৬,০০,০০০
        34. অন্যান্য স্বায়ত্তশাসিত ও আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মীঃ ২২,০০,০০০
        35. রপ্তানি ও শিল্প প্রতিষ্ঠানের কর্মীঃ ২০,৮১,৮৮৪
        36. বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ও বন্দর কর্মীঃ ২৫,০০,০০০
        37. কয়েদি ও জেলকর্মীঃ ১,০০,৫৮৬,
        38. শহরের বস্তিবাসী বা ভাসমান জনগোষ্ঠীঃ ২২,৩২,১১৪
        39. কৃষি ও খাদ্য সরবরাহের কাজে নিয়োজিত কর্মীঃ ১৬,৫০,০০০
        40. ডরমেটরির বাসিন্দাঃ ৫,০০,০০০
        41. গৃহহীন জনগোষ্ঠীঃ ২,০০,০০০
        42. অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের কর্মীঃ ৫১,৫৪,৮৪৪
        43. বাদ পড়া গণপরিবহন কর্মীঃ ৩,০০,০০০
        44. বাদ পড়া ৫০ থেকে ৫৪ বছর বয়সী নাগরিকঃ ৬৫,৪৬,৩২৩,
        45. জরুরি ও মহামারি ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীঃ ৪,৯৬,৬৫৯
        46. বাদ পড়া যুব জনগোষ্ঠীঃ ৩,২২,৩৪,০০০
        47. শিশু ও স্কুলগামী শিক্ষার্থীঃ ৩,২২,৪৭,১৫৭
        48. আগের বাদ পড়াঃ ৮,৪২,৫৯৭

কোভিড-১৯ ভ্যাকসিন ফর্ম পূরণ করার জন্য নিম্নে পরিচয়কারীরা নিবন্ধন করতে পারবেন-

সুরক্ষা ওয়েবসাইটের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে কতৃপক্ষ জানিয়ে দিবে।

                      1. নাগরিক নিবন্ধন,
                      2. সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী,
                      3. অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী,
                      4. প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা কর্মকর্তা- কর্মচারী,
                      5. বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা,
                      6. সম্মুখ সারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,
                      7. সামরিক এবং আধা সামরিক প্রতিরক্ষা বাহিনী,
                      8. রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়,
                      9. সম্মুখ সারির গণমাধ্যমকর্মী,
                      10. নির্বাচিত জনপ্রতিনিধি,
                      11. সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখ সারির কর্মকর্তা-কর্মচারী,
                      12. ধর্মীয় প্রতিনিধিগণ (সকল ধর্মের),
                      13. মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি,
                      14. জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ও ফায়ার সার্ভিস এর সম্মুখ সারির সরকারি কর্মকর্তা-কর্মচারী,
                      15. রেল স্টেশন, বিমান বন্দর ও নৌ বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারী,
                      16. জেলা ও উপজেলাসমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী,
                      17. ব্যাংক কর্মকর্তা-কর্মচারী,
                      18. প্রবাসী অদক্ষ শ্রমিক।

Coronavirus Vaccine Side Effect in Bangladesh

Regarding the side effects of the vaccine, the Additional Director General of the Department of Health Mirzadi Sebrina Flora said that dizziness, pain, and nausea may occur after the application of the vaccine. However, it is not more than 2 to 3 percent. He also said that the mobile medical team will work to prevent any side effects.

Surokkha Coronavirus Vaccine Update News in Bangladesh

Zunaid Ahmed Palak, Minister of State for Information and Communication Technology (ICT), hopes to hand over Suraksha.gov.bd, a platform for vaccine registration, to the Health Minister by January 25. He was speaking at the unveiling ceremony of ‘Covid-19 Health Bulletin-2020’ organized by the Department of Health at the Intercontinental Hotel in the capital on Monday (January 18th).

The construction of vaccine archives in 28 out of 64 districts of the country has already been completed. Vaccines will be given from 7,000 centers in phases. The department also released a list of those who will receive the vaccine in the first phase.

Optional

surokkha.gov.bd Job Circular | Suraksha gov bd | Shurokkha gov bd

Surokha Job Circular Application, Exam & Result may be published soon. So, Stay Up to Date with allalo.com

 

Reference: 

  1. The Daily Ittefak
  2. Facebook
  3. Surokkha Portal.