‘Binimoy‘ (বিনিময়) is the first Paperless & Cashless national digital transaction platform in Bangladesh.
In cooperation with the Bangladesh Computer Council under the Department of Information and Communication Technology for Socio-Economic Development of the country, under the project “Establishment of Innovation and Entrepreneurship Development Academy”, Bangladesh Bank has launched the ‘Binimoy’ (interoperable digital transaction platform).
What is Binimoy?
Bangladesh is on the way from digital to ‘smart’. Government services have been made paperless by ensuring digital connectivity with broadband internet and 5G spectrum. This time the National Digital Transaction Platform was established as an inter-transactional medium to make financial transactions ‘paperless’. Through this, all transactions including personal and commercial will be done in ‘cashless’ mode. On the advice of the Prime Minister, this forum was named ‘Binimay’.
বিনিময় কি? বিনিময় কাকে বলে?
ডিজিটাল থেকে ‘স্মার্ট’ হওয়ার পথে বাংলাদেশ। ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 5জি স্পেকট্রামের সাথে ডিজিটাল সংযোগ নিশ্চিত করে সরকারি পরিষেবাগুলিকে কাগজবিহীন করা হয়েছে। এবার জাতীয় ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনকে ‘কাগজবিহীন’ করার জন্য একটি আন্তঃ লেনদেনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ব্যক্তিগত ও বাণিজ্যিকসহ যাবতীয় লেনদেন ‘ক্যাশলেস’ মোডে করা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শে এই ফোরামের নামকরণ করা হয় ‘বিনিময়’।
বিনিময় হলো বাংলাদেশের প্রথম কাগজবিহীন ও নগদবিহীন জাতীয় ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম।
What benefits can be gained from a Binimoy digital payment platform?
A compatible digital payment platform will help improve the efficiency and quality of financial services available to citizens, promote financial inclusion, and reduce the cost and time of payment processing.
Opportunities include:
- Access from the web and mobile applications,
- Compatibility between financial institutions,
- Real-time payment processing,
- End-to-end security and multi-factor authentication,
- Keeping records and audit logs intact.
বিনিময় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম যেসব সুবিধা পাওয়া যাবে-
বিনিময় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম নাগরিকদের জন্য প্রয়োজনীয় আর্থিক সেবাগুলির দক্ষতা এবং গুণমান উন্নত করতে, আর্থিক অন্তর্ভুক্তি প্রচার করতে এবং অর্থপ্রদান প্রক্রিয়াকরণের খরচ এবং সময় কমাতে সাহায্য করবে।
বিনময়ে সুযোগ-সুবিধাঃ
- ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেস
- আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সামঞ্জস্য
- রিয়েল-টাইম পেমেন্ট প্রক্রিয়াকরণ
- এন্ড-টু-এন্ড নিরাপত্তা এবং মাল্টি-ফ্যাক্টর প্রমাণীকরণ
- রেকর্ড এবং অডিট লগ অক্ষত রাখা
Other Question About the Bangladeshi Digital Transaction Flatform Binimoy
Question: How to Register on Binimoy?
Answer: Binimoy registration procedure will be informed.
Question: What is the Binimoy helpline number?
Answer: Binimoy’s helpline number is “-“.
Question: What is the Binimoy Apps Name? How to Download Binimoy Apps?
Answer: The Binimoy Apps Name is “-“. Download Binimoy Apps.
Question: What is the Binimoy Code?
Answer: The Facebook Code is “-“.